সরকারিকরণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মসূচি ঘোষণা
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে ৫ অক্টোবর ঢাকায় শিক্ষক-কর্মচারী প্রতিনিধি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে মাধ্যমিক পর্যায়ের জাতীয়করণ লিয়াজোঁ কমিটি।
ধানমন্ডির নিউ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে কমিটির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এবং ২ অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন শিক্ষকরা।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ে জাতীয়করণ লিয়াজোঁ কমিটির সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়।
লিয়াজোঁ কমিটির আহ্বায়ক ড. মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রদীপ কুমার সাহার সঞ্চালনায় বিভিন্ন জেলার প্রতিনিধিদের সভায় উপস্থিতি ছিলেন।
লিয়াজোঁ কমিটির উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, লিয়াজোঁ কমিটির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন আহমেদ সভায় উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন জেলা উপজেলার পক্ষে বক্তব্য দেন মো. নুরুল ইসলাম, ফরিদ উদ্দিন, শেখ মোহাম্মদ, রতন কুমার দেবনাথ, মো. হাফিজুর রহমান, আমানউল্লাহ আমান, মো. রেজাউল করিম, মো. শাহবুদ্দিন, এম. এ কাইয়ুম, মো. হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, কাজী সফিকুল ইসলাম, মো. আহাদুল ইসলাম প্রমুখ।
এমএইচএম/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্ররাজনীতি মুক্ত খুবিতে শুরু হচ্ছে ভর্তির আবেদন
- ২ আন্দোলনের মুখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি শেখায় উদাসীন: উপাচার্য
- ৪ ন্যাশনাল বায়োটেকনোলজি থিসিস প্রতিযোগিতায় বিজয়ী চবি
- ৫ গুচ্ছ ভর্তি নিয়ে রাতে ভিসিদের বৈঠক, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত