প্রতারণা এড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা
শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও, পাঠদান, স্বীকৃতি এবং নতুন প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন কাজে প্রতারক চক্র থেকে সাবধান থাকতে সতর্কবার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও, পাঠদান, স্বীকৃতি, বিষয় ও বিভাগ খোলা এবং নতুন প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন কাজে প্রতারক চক্র মন্ত্রণালয়ের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি এবং ফোনে টাকা দাবি করছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আফরাজুর রহমানের পাঠানো সতর্কবার্তায় বলা হয়েছে, এসব বেআইনি কার্যক্রমের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কোনো সম্পর্ক নেই। সর্ব সাধারণকে সুস্পষ্টভাবে অবহিত করা হচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের যে কোনো কাজে টাকা-পয়সা লেনদেনের কোনো সুযোগ নেই। তাই এ ধরনের প্রতারক চক্র থেকে সবাইকে সাবধান থাকার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও, পাঠদান, স্বীকৃতি, বিষয় খোলা, বিভাগ খোলা, নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও নাম পরিবর্তন ইত্যাদি-সংক্রান্ত সব নির্দেশ এ বিভাগের দাফতরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কেবল ওয়েবসাইটে প্রকাশ করা নির্দেশ ও পত্রের ভিত্তিতে কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
এমএইচএম/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ২ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৩ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৪ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে
- ৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক