দাবি আদায়ে প্রধানমন্ত্রীকে শিক্ষকদের স্মারকলিপি
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট ও বকেয়াসহ বৈশাখী ভাতার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা।
বুধবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম এ স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে শিক্ষকদের বেতন বৈষম্য ও বঞ্চনার কথা এবং শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে উল্লেখ করে শিক্ষক নেতৃবৃন্দ বলেন- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হলে সরকারের জনপ্রিয়তা আরও বাড়বে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম রনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ শিক্ষক সমাজের ন্যায্য দাবি ২০ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ থেকে মন্ত্রণালয় ও শিক্ষা ভবন ঘেরাও করা হবে। অবিলম্বে শিক্ষক সমাজের প্রত্যাশিত দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর আশু হন্তক্ষেপ কামনা করেন তিনি।
এমএইচএম/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৩ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৪ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি
- ৫ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের