ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

সরকারি হলো আরও ১৪ কলেজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

নতুন করে আরও ১৪ বেসরকরি কলেজ সরকারি করা হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ) নাছিমা খানমের সাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০১০ সালে সরকারি স্কুল ও কলেজবিহীন উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণার প্রেক্ষিতে বিভিন্ন সময়ে ৩২৯ স্কুল ও ২৯৯ কলেজ জাতীয়করণে সম্মতি দেন প্রধানমন্ত্রী। সম্মতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মাউশির (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর) কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন শেষে আনুষঙ্গিক সব তথ্য সংগ্রহ করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়। এ প্রক্রিয়া সম্প্রতি এক সঙ্গে ২৭১ বেসরকারি কলেজ সরকারি করা হয়।

জানা গেছে, ২৭১ কলেজ সরকারি হওয়ায় দেশে মোট সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় ৫৯৮টিতে। বর্তমানে আরও ১৪টি যোগ হওয়ায় সারাদেশে সরকারি কলেজ সংখ্যা দাঁড়ালো ৬১২টিতে।

নির্দেশনা জারি হওয়া ১৪ কলেজ শিক্ষকরা আজ থেকেই সরকারি বেতন-ভাতাসহ সব সুবিধা পাবেন।

জাতীয়করণ কলেজ তালিকা দেখতে ক্লিক করুন

এমএইচএম/এএইচ/জেআইএম

আরও পড়ুন