৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ মঙ্গলবার
৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) প্রকাশ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিষয়টি নিশ্চিত করে সোমবার বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন জাগো নিউজকে বলেন, ৪০ বিসিএস পরীক্ষার প্রাথমিক কাজ চলছে। আগামীকাল মঙ্গলবার এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। এতে দুই হাজারের অধিক প্রথম শ্রেণির কর্মকর্তা নিয়োগের পদ থাকবে। সম্প্রতি কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে তিনি জানান।
জানা গেছে, তিন মাস আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪০তম বিসিএসের চাহিদাপত্র পাঠানো হয় পিএসসিতে। তাতে বিভিন্ন ক্যাডারে দুই হাজারের বেশি পদে নিয়োগের চাহিদা পাঠানো হয়। সে চাহিদার ওপর ভিত্তি করে ৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
চাহিদাপত্রে দেখা গেছে, প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদ ২২৮টি, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার ৭০টি, পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব ২৫টি, আনসার ক্যাডারে ১২টি, মৎস্য ক্যাডারে ৩৪৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহা-হিসাবরক্ষক ১৫, শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ের প্রভাষক পদ প্রায় এক হাজার রয়েছে।
এমএইচএম/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ‘ওএসডি’ নয়, অবসরে যাচ্ছেন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার
- ২ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৪ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৫ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি