রাঙামাটিতে ফল বিপর্যয়
এবার এইচএসসি পরীক্ষায় রাঙামাটিতে ফল বিপর্যয় হয়েছে। জেলায় এবারের পাসের হার মাত্র ৪৩ দশমিক ৮২। জেলার ১৫ কলেজের ৮ কেন্দ্র থেকে অংশ নেয়া মোট চার হাজার ৮৮৫ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ১৪১জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১১ জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮ ও ব্যবসায় শিক্ষায় ৩ পরীক্ষার্থী। তারা সবাই রাঙামাটি সরকারি কলেজের পরীক্ষার্থী।
এবার পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে রাঙামাটি সরকারি কলেজের ১০৫৪ জনের মধ্যে ৪৮২, রাঙামাটি সরকারি মহিলা কলেজের ৭৪৫ পরীক্ষার্থীর মধ্যে ৩০৭, ঘাগড়া কলেজের ৩১৪ পরীক্ষার্থীদের মধ্যে ৪৪, কাচালং ডিগ্রি কলেজের ৫৩০ পরীক্ষার্থীর মধ্যে ৩৩০, শিজকমুখ কলেজের ২৩২ পরীক্ষার্থীর মধ্যে ১৪২, রাবেতা মডেল কলেজের ২৮২ পরীক্ষার্থীর মধ্যে ১১০ জন পরীক্ষার্থী।
কর্ণফুলী কলেজের ৬৩৯ পরীক্ষার্থীর মধ্যে ২৬০, কাপ্তাই পেপার মিল কলেজের ১৩৬ পরীক্ষার্থীর মধ্যে ১০৮, রাজস্থলী কলেজের ১৩২ পরীক্ষার্থীর মধ্যে ৪২, বাঙ্গাল হালিয়া কলেজের ২০০ পরীক্ষার্থীর মধ্যে ৭৬, কাউখালী কলেজের ২৫৭ পরীক্ষার্থীর মধ্যে ৪৫, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের ২১ পরীক্ষার্থীর মধ্যে ১০, নানিয়ারচর কলেজের ১৪৭ পরীক্ষার্থীর মধ্যে ৩৩ এবং বরকল কলেজের ৬২ পরীক্ষার্থীর মধ্যে ৬ জন পাস করেছে।
সুশীল প্রসাদ চাকমা/এআরএ/এমআরআই
সর্বশেষ - শিক্ষা
- ১ ‘ওএসডি’ নয়, অবসরে যাচ্ছেন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার
- ২ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৪ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৫ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি