ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

চট্টগ্রাম বোর্ডে কমেছে পাশের হার

প্রকাশিত: ০৬:২৭ এএম, ০৯ আগস্ট ২০১৫

চট্টগ্রাম বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার কমেছে। এবারে পাসের হার ৬৩ দশমিক ৪৯ শতাংশ। তবে গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক শূন্য ৬ শতাংশ।  এছাড়া ২০১৩ সালে পাসের হার ছিল ৬১ দশমিক ২২ শতাংশ।

বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রামে এবার দুইশ ১৭টি কলেজের অধিনে ৮০ হাজার ছয়শ ৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। মোট পরীক্ষার্থীর মধ্যে ৬২ হাজার ১৩০ জন নিয়মিত, ১৭ হাজার ৬৭৬ জন অনিয়মিত এবং চারশ আটজন প্রাইভেট পরীক্ষার্থী রয়েছে।

ব্যবসায় শিক্ষা শাখায় ৩৯ হাজার ৩৮০, মানবিক শাখায় ২৮ হাজার ৭৫০ জন, বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৫২৩ জন, গার্হস্থ্য অর্থনীতি শাখায় ৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় মোট ৯২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলায় (নগরীসহ) ৫৯, কক্সবাজারে ১৩, রাঙামাটিতে ৮, খাগড়াছড়িতে ৮ এবং বান্দরবান জেলায় ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এএইচ/এমএস