ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

মাদরাসা শিক্ষকদের ২০ শতাংশ ঈদ বোনাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০০ পিএম, ১২ আগস্ট ২০১৮

ঈদুল আজহা উপলক্ষে এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বেতনের ২০ শতাংশ উৎসব বোনাস দেয়া হয়েছে। চারটি ব্যাংকে চেকের মাধ্যমে এ অর্থ পরিশোধ করা হয়েছে বলে রোববার (১২ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন বেসরকারি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতার অর্থ নির্ধারিত চার ব্যাংকে জমা দেয়া হয়েছে। এরমধ্যে আগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে, জনতা ও সোনালী ব্যাংকের স্থায়ী কার্যালয়ে এ অর্থ জামা হয়েছে।

আরও বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার সরকারি অর্থ আগামী ১৯ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট শাখা হতে উত্তোলন করা যাবে।

এদিকে ২০ শতাংশ ঈদ বোনাস পেয়ে সন্তুষ্ট নন মাদরাসা শিক্ষকরা। তারা বেতনের শতভাগ উৎসব ভাতা দাবি করেছেন। তারা দীর্ঘ দিন ধরে এ দাবি জানিয়ে আসলেও সেটি আমলে নিচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়।

মাদরাসা শিক্ষক সমিতির আহ্বায়ক মওলানা ইদ্রিস মিয়া বলেন, ২০ শতাংশ অর্থ দিয়ে পশু কিনে কোরবানি দেয়া সম্ভব হয় না। ঈদ উপলক্ষে পরিবারের জন্য কিছু কেনাকাটাও করা যায় না। তাই শতভাগ ঈদ বোনাসের দাবি জানান তিনি।

এমএইচএম/এএইচ/জেআইএম

আরও পড়ুন