ঈদের আগে শিক্ষার্থীদের মুক্তি না দিলে ফের আন্দোলন
৩১ আগস্টের মধ্যে কোটা সংস্কারের প্রজ্ঞাপন এবং ঈদের আগে নিরাপদ সড়ক চাই আন্দোলনে আটক শিক্ষার্থীদের মুক্তি না দেয়া হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
রোববার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা।
তিনি বলেন, সারা দেশের শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রদের নিঃশর্ত মুক্তি ও শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারী সন্ত্রাসীদের বিচার এবং দাবির আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন ৩১ আগস্টের মধ্যে জারি না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। সরকার এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন। না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
এ সময় তিনি ঈদের আগে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি দেয়া না হলে সব আন্দোলনকারীকে কালো পোশাকে শোক প্রকাশ করে ঈদ পালন করার আহ্বান জানান।
এ সময় কোটা আন্দোলনকারীদের আহ্বায়ক হাসান আল মামুনসহ আটক শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এমএইচ/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা