ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

পাসের হারে শীর্ষে বরিশাল, জিপিএ-৫-এ ঢাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৯ জুলাই ২০১৮

এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের আটটি বোর্ডের মধ্যে এ বছর পাসের হারে শীর্ষে রয়েছে বরিশাল। পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও অন্যান্য বছরের মতো এবারও সেরা ঢাকা বোর্ড। এ বোর্ডে ১২ হাজার ৯৩৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

গত বছর (২০১৭) ৭২ শতাংশ পাসের হার নিয়ে আট বোর্ডে শীর্ষে ছিল সিলেট। এবার ৬২ দশমিক ১১ শতাংশ পাসের হার নিয়ে সিলেট নেমে গেছে ষষ্ঠ অবস্থানে। এছাড়া এবার পাসের হারে সবার নিচে রয়েছে দিনাজপুর, এ বোর্ডে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ।

গত বছর পাসের হারে সবার নিচে থাকা কুমিল্লা এবার আট বোর্ডের মধ্যে চতুর্থ অবস্থানে ওঠে এসেছে। কুমিল্লায় এবার পাসের হার পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

এছাড়া ঢাকা বোর্ডে ৬৬ দশমিক ১৩, রাজশাহী বোর্ডে ৬৬ দশমিক ৫১, যশোর বোর্ডে ৬০ দশমিক ৪০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৬২ দশমিক ৭৩ শতাংশ শিক্ষাথী পস করেছেন।

অপরদিকে রাজশাহী বোর্ডে ৪ হাজার ১৩৮ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৯৭ জন, যশোর বোর্ডে ২ হাজার ৮৯ জন, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৬১৩ জন, কুমিল্লা বোর্ডে ৯৪৪ জন, বরিশাল বোর্ডে ৬৭০ জন ও সিলেট বোর্ডে ৮৭৩ জন জিপিএ-৫ পেয়েছেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন তিনি।

এবার আটটি বোর্ডে এইচএসসি ও সমমানের পাসের হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ এবং দশ বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন।

আরএমএম/আরএস/পিআর

আরও পড়ুন