জুনের বেতন না হওয়ায় এমপিও শিক্ষকদের অসন্তোষ
জুন মাসের বেতন-ভাতা ছাড় না দেয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শনিবার (১৪ জুলাই) বাংলাদেশ শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে এ ক্ষোভের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে তারা জুলাইয়ের এমপিও সুবিধার সঙ্গে বকেয়াসহ পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
শিক্ষক সমিতি জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুনের বেতন এখনো ছাড় না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। জুলাইয়ের ১৪ তারিখ পার হলেও জুনের বেতনের সরকারি অংশ ছাড় না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই অগ্রিম চেক জমা রেখে সুদে টাকা নিয়ে সংসার চালাচ্ছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি এবং বাশিসের মহাসচিব মো. রবিউল আলম যৌথ বিবৃতিতে বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে বিলম্ব কেন তা জানা নেই। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধের বিধিবিধান থাকলেও সেটি কেন বাস্তবায়ন হয় না শিক্ষক সমাজ তা জানতে চায়।
বিবৃতিতে আরও স্বাক্ষর করেন- বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মীর আব্দুল মালেক, যুগ্ম মহাসচিব মো. রফিকুল ইসলাম, অর্থসচিব আবুল বাশার বাদশা, সমিতির সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন, মো. মোহ৯সিন উদ্দিন, মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মুঞ্জুরুল আমিন শেখর এবং মহাসচিব মো. বদরুজ্জামান বাদল প্রমুখ।
এমএইচএম/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ‘ওএসডি’ নয়, অবসরে যাচ্ছেন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার
- ২ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৪ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল
- ৫ ‘শিক্ষা ক্যাডার’ বাতিলের পরিকল্পনা থেকে সরে না এলে কঠোর কর্মসূচি