চার জেলায় প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলেন ৭৯৮ জন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৭৯৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা শরিয়তপুর, মুন্সিগঞ্জ, চাঁদপুর ও নারায়ণগঞ্জ (একাংশ) জেলার বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ জুলাই) চলতি দায়িত্বে প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত আলাদা চারটি আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, চার জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য আসনে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে শরিয়তপুরের ছয় উপজেলায় ১৪৮, মুন্সিগঞ্জের ছয় উপজেলায় ২০৪, চাঁদপুরের সাত উপজেলায় ২৭৫ এবং নারায়গঞ্জের (একাংশ) পাঁচ উপজেলায় ১৭১ সিনিয়র সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের নির্দেশনা জারির পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির জাগো নিউজকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য আসনে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হচ্ছে। বৃহস্পতিবার চার জেলার ৭৯৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে ২৭ জেলায় প্রধান শিক্ষকের শূন্য পদে পদোন্নতি দিয়ে চলতি দায়িত্বে বসানো হয়েছে। অন্যান্য জেলা থেকে শিক্ষকদের গ্রেডেশন তালিকা পেলে সেখানেও প্রধান শিক্ষকের শূন্য পদে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বে বসানো হবে।
উল্লেখ্য, গত ২৩ মে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের দায়িত্ব দেয়ার ঘোষণা দেন। এরপর থেকে প্রধান শিক্ষকের পদে চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হচ্ছে।
এমএইচএম/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে