নিবন্ধিত শিক্ষক প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ
প্রথম থেকে ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সম্মিলিত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুলাই) রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিষয়টি নিশ্চিত করেছে। ফলাফল এনটিআরসিএ’র ওয়েবসাইটে দেয়া হয়েছে।
এনটিআরসিএ চেয়ারম্যান এ এমএম আজহার মঙ্গলবার রাতে জাগো নিউজকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আমরা প্রথম থেকে ত্রয়োদশ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করেছি। এ তালিকা এনটিআরসিএ ওয়েবসাইটে ntrca.gov.bd এবং ngi.teletalk.com.bd দেয়া হয়েছে।
তিনি বলেন, বেসরকারি শিক্ষক নিয়োগের মেধা তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত করার পর তালিকাভুক্ত শিক্ষকদের যথাস্থানে নিয়োগ দেয়া হবে।
জানা গেছে, সারাদেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য আসনে শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার একজন শিক্ষককে একাধিক স্থানে নিয়োগ দেয়া হয়নি। একজন প্রার্থীকে তার পচ্ছন্দের তালিকা অনুযায়ী একটি স্থানে নির্বাচন করা হয়েছে। গত বছর একজন প্রার্থীকে একাধিক স্থানে নিয়োগ দেয়ায় একটি প্রতিষ্ঠানে যোগদান করলে বাকি আসনগুলো খালি থাকত। এ কারণে নতুন তালিকায় তৈরি করা হয়েছে। সারাদেশে প্রায় ৩০ হাজার শূন্য আসন রয়েছে তার ভিত্তিতে লক্ষাধিক নিবন্ধতি প্রার্থীকে এ তালিকাভুক্ত করা হয়েছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
এমএইচএম/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা