চীন যাচ্ছেন ৮৫০ কারিগরি শিক্ষক-শিক্ষার্থী
নতুন করে আরও ৮৫০ কারিগরি শিক্ষক-শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে চীন যাচ্ছেন। এর মধ্যে ৮০০ শিক্ষার্থী ও ৫০ শিক্ষক রয়েছেন।
মঙ্গলবার (১০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, কারিগরি শিক্ষার্থীদের উন্নত ডিগ্রি অর্জনে চীনে আরও ৮০০ শিক্ষার্থী ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ৫০ শিক্ষক ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি গ্রহণের সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যে যোগ্যদের নির্বাচন করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে তারা চীনে যাবেন।
এবারের বাছাইপর্বে দেশের ১১৭টি সরকারি-বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের ৯০০ শিক্ষার্থী অংশ নেয়। সেখান থেকে ৮০০ জনকে বাছাই করা হয়েছে। এসব শিক্ষার্থীরা চীনে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করে সেখানেই উচ্চতর ডিগ্রি অর্জন এবং চাকরির সুযোগ পাবেন।
শিক্ষার্থীদের স্কলারশীপ কার্যক্রম সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, উন্নত শিক্ষা ও ক্যারিয়ার গড়তে কারিগরি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ২০১৭ সাল থেকে চীনের এ স্কলারশীপ সুবিধা চালু হয়। গত আগস্টে প্রথমবারেরমতো দেশের ৩০৮ শিক্ষার্থী স্কলারশীপে চীনের ১০ প্রতিষ্ঠানে পড়তে গেছেন।
এমএইচএম/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত
- ২ বিশ্ববিদ্যালয় করা সম্ভব কি না, যাচাইয়ে সাতদিনের মধ্যে কমিটি
- ৩ বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীরের ১৪ শিক্ষার্থী
- ৪ ট্রেনে পাথর নিক্ষেপ: তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দুঃখপ্রকাশ
- ৫ গুচ্ছ ভর্তি জটিল-বৈষম্যমূলক, থাকতে চায় না খুলনা বিশ্ববিদ্যালয়ও