আমি যা দিয়েছি দেশ তার চেয়ে বেশি দিয়েছে
সদ্য নিয়োগপ্রাপ্ত তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, আমি দেশকে যা দিয়েছি দেশ আমাকে তার চেয়ে বেশি ফিরিয়ে দিয়েছে। যে সম্মান পেলাম তা মাথায় তুলে নিলাম।
এ তিন অধ্যাপক হলেন- ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ও ইমেরিটাস অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নব্য জাতীয় অধ্যাপকদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. এম শাহ নওয়াজ আলি ও অধ্যাপক ড. মো. আখতার হোসেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম ইউজিসিকে ধন্যবাদ জানান। বক্তব্যে তিনি তার শিক্ষকদের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, স্কুলজীবন থেকে বিভিন্ন পর্যায়ে যেসব শিক্ষকের কাছে শিখেছি আজ তাদের কথা বেশি মনে পড়ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কথা বেশি মনে পড়ছে।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ম্যাট্রিক পাসের আগেই বাংলায় পড়ে শিক্ষকতা করার বিষয়টি নির্ধারণ করেছিলাম। আমি দেশকে যা দিয়েছি দেশ আমাকে তার চেয়ে বেশি ফিরিয়ে দিয়েছে।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, দেশের বাইরে কাজের সুযোগ পেয়েও দেশ ছাড়িনি। দেশ আমাকে যা দিয়েছে, দেশের জন্য কাজ করে যে তৃপ্তি পাই তা অন্য দেশে পেতাম না। সম্মাননা পাওয়া আমার জন্য অনেক আনন্দের। যদিও সম্মাননা পাওয়ার উদ্দেশ্যে কোনো কাজ করিনি। দেশের জন্য আজীবন কাজ করে যেতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এ তিন অধ্যাপক হচ্ছেন জ্ঞানের বাতিঘর। তাদের জ্ঞানের মশালে গোটা দেশ ও জাতি আলোকিত হয়েছে। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানের সূতিকাগার। আর এই শিক্ষকরা সেই সূতিকাগারের উজ্জ্বল নক্ষত্র। যেই দেশ শিক্ষায় যত উন্নত সে দেশ অর্থনৈতিকভাবে তত সমৃদ্ধ হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সকল সূচকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উচ্চশিক্ষায় অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, আজ আমরা সবচেয়ে বেশি আনন্দিত। এই তিন বরেণ্য শিক্ষকদের সম্মানিত করে দেশ ও জাতি সম্মানিত হলো।
সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, দেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ শিক্ষকরা দেশকে আলোকিত করেছেন। আমরা এমন শিক্ষকের জন্য গৌরবান্বিত। বর্তমান তরুণ প্রজন্মকে এসব শিক্ষাব্যক্তিত্বদের জীবন দর্শন অনুসরণ করার পরামর্শ দেন।
জাতীয় তিন অধ্যাপককে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানে সূচনা করা হয়। তিন শিক্ষাবিদকে উত্তরীয় পরিয়ে দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। ক্রেস্ট তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এমএইচএম/এমআরএম/পিআর