চতুর্দশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা রোববার থেকে
চতুর্দশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা রোববার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হয়েছে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে এনটিআরসি'র সদস্য মো. হুমায়ন কবির জাগো নিউজকে বলেন, কাল থেকে ১৪তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কয়েকটি গ্রুপে বিভক্ত করে প্রতিদিন দুই থেকে আড়াইশো প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা শুরুর পরবর্তী এক সপ্তাহের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শেষ করা হবে।
তিনি বলেন, মৌখিক পরীক্ষার প্রবেশপত্র এনটিআরসি'র ওয়েবসাইট ntrca.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে।
উল্লেখ্য, চতুর্দশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল ২৩ এপ্রিল প্রকাশ করা হয়েছিল। উত্তীর্ণ হয় ১৯ হাজার ৮৬৩ জন। এর মধ্যে স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৮৭৭ জন।
এমএইচএম/এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন