কারিগরিতে পাসের হার কমছে
সরকার অগ্রাধিকার দিলেও এসএসসি ও সমমান পরীক্ষায় ক্রমেই পিছিয়ে যাচ্ছে কারিগরির পাসের হার। রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে দুপুর ১টায় ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন।
এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ, যা গত বছরের তুলনায় ২ দশমিক ৫৮ শতাংশ কম। এসএসসিতে কারিগরি বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৯৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৯ শতাংশ। এবার কারিগরিতে পাসের হার কমেছে ৬ দশমিক ৭৩ শতাংশ।
২০১৬ সালে কারিগরিতে পাসের হার ছিল ৮৩ দশমিক ১১ শতাংশ। চলতি বছর কারিগরিতে ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮২ হাজার ৯১৭ জন।
তবে এবার কারিগরিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২২৬ জন বেড়েছে। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪১৩ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ১৮৭ জন।
শিক্ষামন্ত্রী বিভিন্ন সময়ে জানিয়েছেন, ২০০৮ সালে যেখানে কারিগরিতে শিক্ষার্থী ভর্তির হার ছিল ১ দশমিক ২ শতাংশ, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ১১ শতাংশ। ২০২০ সালের মধ্যে এ হার ২০ শতাংশে উন্নীত করা হবে।
আরএমএম/এমআরএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ২ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৩ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৪ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব