শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল চলতি সপ্তাহে
১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল চলতি সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। বেসরকরি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ১৪তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তত। চলতি সপ্তাহে তা প্রকাশ করা হতে পারে। আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে এ ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) চেয়ারম্যান এ এম এম আজহার বলেন, লিখিত পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই তা প্রকাশ করা হবে।
জানা গেছে, গত বছরের ৮ ও ৯ ডিসেম্বর দেশের আটটি বিভাগে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ৩১ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ২৬ দশমিক ২ শতাংশ। পরীক্ষায় স্কুল পর্যায়ে ৫ লাখ ৩ হাজার ৩৮ জন এবং কলেজ পর্যায়ে ৩ লাখ ৩ হাজার ৬১২ জনসহ মোট ৮ লাখ ৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। স্কুল পর্যায়ে ১ লাখ ৪ হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৫ লাখ ৫ হাজার ১৮১ জনসহ মোট ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন উত্তীর্ণ হন।
এমএইচএম/ওআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ গ্রুপিং-দ্বন্দ্বে টালমাটাল ডিআইএ, ঘুস বাণিজ্যে ইমেজ সংকট
- ২ মোল্লা কলেজের সঙ্গে কোনো ঝামেলা নেই, উসকানি দিয়েছে ‘ইউসিবি’
- ৩ সোহরাওয়ার্দী কলেজের একাদশ-দ্বাদশের পরীক্ষা স্থগিত
- ৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থাকছে কি না, জানা যাবে বুধবার
- ৫ হামলা-ভাঙচুরের ঘটনায় ক্ষতি ৭০ কোটি টাকা, মামলা করবে মোল্লা কলেজ