এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন ছাড়
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন ছাড় দেয়া হয়েছে। বুধবার বেতন-ভাতাদির অর্থ ব্যাংকে জমা দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মুহম্মদ নাসির উদ্দিনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, মাউশির অধীনস্থ স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের মার্চের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বেতনের আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে।
বন্টনকারী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে অগ্রণী, রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে, জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়েছে।
আগামী ১১ এপ্রিল সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে মার্চ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
এমএইচএম/বিএ
সর্বশেষ - শিক্ষা
- ১ ‘সংঘর্ষ এড়াতে’ সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজ কর্তৃপক্ষের
- ২ প্রিলি ও লিখিত পরীক্ষার মাঝে ৩ মাস সময় চান প্রার্থীরা
- ৩ সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
- ৪ সাত কলেজের স্বতন্ত্র পরিচয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি হচ্ছে
- ৫ সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত