কুয়েটের চার শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থীর আকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বোরবার শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েটের চার শিক্ষার্থী তৌহিদুল ইসলাম, শাহীন মিয়া, হাফিজুর রহমান এবং দীপ্ত সরকারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। শোক বার্তায় শিক্ষামন্ত্রী তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, তারা কুয়েটের বস্ত্র প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইন্টার্নশীপ প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন তারা।
এমএইচএম/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে