‘এইচএসসিতে প্রশ্ন ফাঁস হলে বোর্ড ঘেরাও’
এইচএসসিতে প্রশ্ন ফাঁস হলেই শিক্ষা বোর্ড ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিভাবক ঐক্য ফোরামের নেতারা এ হুঁশিয়ারী দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীর মুগদা পাড়ায় অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়। সেখানে অভিভাক নেতারা বলেন, প্রশ্ন ফাঁসের মতো নেক্কারজনক কার্যক্রমকে কোনোভাবেই মেনে নেয়া হবে না।
তারা প্রশ্ন ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয়ের নেয়া উদ্যোগ বাস্তবায়ন এবং এ বিষয়ে সরকারকে সার্বিক সহায়তা আশা করেন। নেতারা আইন-শৃঙ্খলা বাহিনীকে মোবাইল কোর্ট পরিচালনা করে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার আহ্বান জানান।
এমএইচএম/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ২ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ৪ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৫ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা