ডুয়েটে প্রথম বর্ষের ভর্তি বুধবার থেকে শুরু
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং /বি.আর্ক প্রোগ্রামের ভর্তি কার্যক্রম আগামী (২৯ জুলাই) বুধবার থেকে শুরু হবে।
বিভাগ ওয়ারী যন্ত্রকৌশল, স্থাপত্য এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি কার্যক্রম চলবে বুধবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে। পুরকৌশল বিভাগের ভর্তি বৃহস্পতিবার (৩০ জুলাই), তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২ আগস্ট এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি চলবে ৩ আগস্ট।
নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম বর্ষ ২য় সেমিস্টারের ক্লাস এবং অন্যান্য সকল বর্ষের ক্লাস আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) কামরুন নাহার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
মো. আমিনুল ইসলাম/এসএস/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ গবেষণায় উদ্বুদ্ধ করতে সারা দেশের শিক্ষার্থী নিয়ে জবিতে সিম্পোজিয়া
- ২ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ৩ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৪ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৫ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ