ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৭ মার্চ ২০১৮

রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ মিয়া ও উপাধ্যক্ষ মো. আবদুর রাজ্জাককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফাতেমাতুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ জারি করা হয়।

এই আদেশে বলা হয়েছে, অবসর গ্রহণের সুবিধার্থে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ওই দুই কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হলো।

গত ১০ ফেব্রুয়ারি থেকে কলেজে দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ মিয়ার বিরুদ্ধে কলেজটির শিক্ষক-কর্মচারীরা আন্দোলন শুরু করেন। আজ মঙ্গলবার অধ্যক্ষকে ওএসডি করার খবর প্রচার হওয়ার পরে দুপুরে কলেজের শিক্ষকেরা সভা ডেকে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফাতেমাতুল জান্নাত জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ থেকেই এই নির্দেশ কার্যকর করা হবে।

এমএইচএম/এসএইচএস/এমএস

আরও পড়ুন