ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের উচ্চশিক্ষা বৃত্তি

প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৪ জুলাই ২০১৫

বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষা বৃত্তির ঘোষণা দিয়েছে ভারত। স্নাতক, স্নাতোকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং পিএইচডি গবেষকরা আয়ুর্বেদ, ইউনানি এবং হোমিওপ্যাথি বিষয়ে উচ্চতর পড়াশুনার জন্য ভারত যেতে পারবে বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস।

সম্প্রতি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- ভারতীয় সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ (আইসিসিআর) এই শিক্ষা বৃত্তির সুযোগ দিয়েছে। জয়পুরের ন্যাশনাল ইন্সটিটিউট অব আয়ুর্বেদ, ব্যাঙ্গালোরের ন্যাশনাল ইন্সটিটিউট অব ইউনানি এবং কলকাতার ন্যাশনাল ইন্সটিটিউট অব হোমিওপ্যাথিতে বাংলাদেশিদের জন্য এ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষের জন্যই এই বৃত্তির সুযোগ নিতে পারবেন শিক্ষার্থীরা। তারা ভারতীয় দূতাবাসের ওয়েব সাইট www.hcidhaka.gov.in. থেকে আবেদনপত্র ডাউনলোড করে আবেদন করতে পারবেন।  


আগ্রহীদের ওই আবেদনপত্রের ৬টি পূরণকৃত কপি ও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় সনদপত্র বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত করে ভারতীয় দূতাবাসের শিক্ষা উইং এ জমা দিতে বলা হয়েছে। আবেদনপত্র জমা দেয়া ঠিকানা-বাসা নম্বর ১, রোড নম্বর ১৪২, গুলশান-১, ঢাকা-১২১২।

শিক্ষার্থীদের আবেদনপত্র জমা দেয়ার সময় নিজ নিজ শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রসমূহ সঙ্গে রাখতে হবে। আবেদনের সময়সীমা ২৬ জুলাই পর্যন্ত।

বিস্তারিত জানতে : ৯৮৮৮৭৮৯-৯১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এসএইচএস/পিআর