ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

বিজ্ঞানের মৌলিক বিষয় বাদ দিয়ে প্রযুক্তির উন্নয়ন সম্ভব নয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

বিজ্ঞানের মৌলিক বিষয়কে বাদ দিয়ে প্রযুক্তির উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটোরিয়ামে ৮ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ সময় মন্ত্রী রসায়ন সমিতি আয়োজিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় উত্তীর্ণ সেরা ২০ জনের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি আব্দুল করিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, ৮ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক মো. ওহাব খান, প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক ড. নিলুফার নাহার, বাংলাদেশ রসায়ন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আফতাব আলী শেখ প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, গতানুগতিক শিক্ষা দিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। তাই নিজেকে অন্যের থেকে ছাড়িয়ে যেতে বিজ্ঞানের মৌলিক বিষয়ে জোর দিতে হবে।

তিনি বলেন, মেধার দিক দিয়ে বাংলাদেশ যে কোনো দেশের প্রতিনিধির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ অর্জন করেছে।

এমএইচ/এমএমজেড/আইআই

আরও পড়ুন