ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

রাজশাহী শিক্ষাবোর্ডের সচিবের কক্ষে তালা

প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২১ জুলাই ২০১৫

রাজশাহী শিক্ষাবোর্ডের সচিবের কক্ষে তালা ঝুলানো হয়েছে। চেয়ারম্যানের নির্দেশে সোমবার বিকেলে বোর্ডের কর্মচারীরা সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। দুপুরে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে বোর্ডের কর্মকর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ন্যাক্কারজনক বলেও দাবি করেছেন কেউ কেউ।

অন্যদিকে, মঙ্গলবারও অফিসে আসেনি সচিব আবুল কালাম আজাদ। তিনি ১৩ জুলাই থেকে অফিসে অনুপস্থিত আছেন। এ সুযোগে সোমবার বিকেলে তার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এর আগে ১৩ জুলাই নিজ কক্ষে মারপিটের ঘটনার পর থেকে আর অফিস করছে না সচিব আবুল কালাম আজাদ। তবে ঈদের আগে গত ১৬ জুলাই তিনি চেয়ারম্যান বরাবর ছুটির একটি দরখাস্ত পাঠিয়ে দিয়েছেন।

গত ১৩ জুলাই নিজের কক্ষে বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখ কামাল হোসেনকে ধরে পেটানোর অভিযোগে চেয়ারম্যান পক্ষের উপ-কলেজ পরিদর্শক নুরুজ্জামান ওরফে মুক্তা, কর্মচারী মাহবুব আলী ও আফতাব হোসেনের নামে একটি মামলা করেন সচিব। গত ১৫ জুলাই মামলাটি দায়ের করা হয়। তবে ওই মামলার এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি পুলিশ।

মামলা দায়েরের পর থেকেই চরম নিরপাত্তাহীনতায় রয়েছেন সচিব। তাকে অব্যাহত হুমকি দিচ্ছেন চেয়ারম্যান আবুল হায়াত পক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় তারা সোমবার বিকেলে সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দেন বলে বোর্ডের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

তারা আরো জানান, ওই মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরেও বেড়াচ্ছেন। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছে না। এতে করে সচিব ভয়ে আর আতঙ্কে অফিস করতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, `এভাবে সচিবের কক্ষে তার অনুপস্থিতে কেউ তালা ঝুলাতে পারে না। এটি ন্যাক্কারজনক ঘটনা।`

বিষয়টি জানতে সচিব আবুল কালাম আজাদের মোবাইলে চেষ্টা করা হয়। এ সময় তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে চেয়ারম্যান আবুল হায়াত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, `আমি সচিবের কার্যালয়ে তালা মারতে কাউকে নির্দেশ দেইনি।`

শাহরিয়ার অনতু/এআরএ/পিআর