রাজনৈতিক অস্থিরতার মধ্যেই হবে এসএসসি পরীক্ষা
নির্ধারিত রুটিন অনুযায়ী বৃহস্পতিবারের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. শাহেদুল খবির জাগো নিউজকে বলেন, এসএসসি পরীক্ষা স্থগিত করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এ কারণে কাল (বৃহস্পতিবার) রুটিন অনুযায়ী নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, যদি রাজনৈতিক অস্থিরতায় পরীক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়, তবে তা বিবেচনা করা হবে। সব পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষা কেন্দ্র উপস্থিত হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।
পরীক্ষার সিলেবাস অনুযায়ী, বৃহস্পতিবার সাধারণ আট বোর্ডে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। মাদরাসা বোর্ডে এদিন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বোর্ডের অধীন এদিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সালমা জানান জাগো নিউজকে বলেন, বিভিন্ন সংস্থা ও বর্তমান পরিস্থিতির ওপর বিবেচনা করে এসএসসি ও সমমান পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজনৈতিক কারণে যদি শিক্ষার্থীদের কেন্দ্রে আসতে বা অন্য কোনো সমস্যা সৃষ্টি হয় তবে তা বিবেচনা করা হবে।
বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে ২০ লাখ শিক্ষার্থী চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। রায় ঘোষণাকে ঘিরে নতুন করে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। পরীক্ষার্থীরা সময় মতো কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কি-না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ২৫ ফেব্রুয়ারি তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের কথা রয়েছে।
এমএইচএম/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে