ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

শিক্ষামন্ত্রীকে বাদ দিলেই প্রশ্ন ফাঁস হবে না তা নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

একের পর এক প্রশ্নপত্র ফাঁস ও বেফাঁস মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনেকটা কোণাঠাসা হলেও তার পক্ষ নিয়েছেন সরকারি দলের এক এমপি। চট্টগ্রাম থেকে নির্বাচিত সামশুল হক চৌধুরী বলেছেন, ‘শিক্ষামন্ত্রী সহজ-সরল মানুষ’।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী একজন সহজ–সরল মানুষ। তিনি একা কী করবেন। তাকে বাদ দিয়ে আর কাউকে মন্ত্রী করলেই যে প্রশ্নপত্র ফাঁস হবে না, তা বলা যায় না।’

সামশুক হক বলেন, শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেকে অনেক কথা বলেন। আমি বলবো, শিক্ষামন্ত্রী একজন কী করবেন? শিক্ষামন্ত্রীর নিচে যারা আছেন, তাদের নিয়ে তদন্ত চালান।

তিনি বলেন, উনি (শিক্ষামন্ত্রী) সোজা-সরল মানুষ। ওনাকে খালি পদত্যাগ করেন, পদত্যাগ করেন... পদত্যাগ করে কী করবেন? পদত্যাগ করলেতো আরেকজনকে দেবেন, আরেকজনকে দিলে তার মাধ্যমে (প্রশ্নফাঁস) হবে না, তা কি কেউ বলতে পারেন? বলতে পারেন না।

এর আগে সোমবার সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন চট্টগ্রাম থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এইচএস/জেডএ/এমএস

আরও পড়ুন