ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

অনশন চলছেই, প্রেস ক্লাব ছাড়বে না শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:২০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৮

১৪তম দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা। এরমধ্যে গত ৮ দিন ধরে টানা অনশন কর্মসূচি পালন করেছেন। বিদ্যালয় জাতীয়করণ করা না হলে আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শনিবার আমরণ অনশন কর্মসূচির ৮ম দিনে তারা বলেন, শিক্ষকরা প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণার বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরবেন না।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. মিজানুর রহমান জানান, ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তখন শর্ত ছিল নিজস্ব জমি থাকতে হবে। এরপর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের স্কুলের জমি সরকারের নামে লিখে দিয়েছেন। এরপর মাত্র ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু অধিক সংখ্যক স্কুল জাতীয়করণ না হওয়ায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন শিক্ষকরা।

এদিকে অনশনে থাকা শিক্ষকদের অধিকাংশ শীত ও ধূলাবালির কারণে ঠাণ্ডাজনিত শ্বাসকষ্ট, জ্বর ও কাশিতে ভুগছেন। আন্দোলনে অংশ নেয়া শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে এ পর্যন্ত ২০৫ জন শিক্ষক অসুস্থ হয়েছেন, মেডিকেলে ভর্তি রয়েছেন ৪০ জন।

এএস/এমএমজেড/এমএস

আরও পড়ুন