ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

মাদরাসা বোর্ডে ফেল থেকে পাস ১২০ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার পুনর্নিরীক্ষার ফলে ফেল থেকে পাস করেছে ১২০ জন। ফল পরিবর্তন হয়েছে ২৪২ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৫০ জন আবেদনকারী। বিভিন্ন পর্যায়ে জিপিএ পরিবর্তন হয়েছে ৫৯ জনের। সোমবার মাদরাসা বোর্ডের পুনর্নিরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।

মাদরাসা বোর্ড সূত্রে জানা গেছে, জেডিসিতে ১৩ হাজার ৮২০জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এ বোর্ডে গণিত ও আরবি বিষয়ে আবেদনের সংখ্যা ছিল বেশি। বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ছাইফ উল্লাহ জাগো নিউজকে বলেন, আমরা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করেছি। এ ফলাফলের তালিকা মাদরাসা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী সব পরীক্ষার খাতার শুধু নম্বর গণনা করা হয়ে থাকে। এরপর তা প্রকাশ করা হয়। যাদের ফল পরিবর্তন হবে মোবাইল এসএমএসের মাধ্যমে তাদের নতুন ফলাফল জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত চলে জেএসসি-জেডিসির পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নের আবেদেন। এবার জেডিসি পরীক্ষায় অংশ নেয় ১৫ লাখ ৪৮ হাজার ৭০০ জন। আর পাস করে ১৩ লাখ ৮৯ হাজার ৩১৩ জন। এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৩ দশমিক ৫৬ শতাংশ।

এমএইচএম/জেডএ/আইআই

আরও পড়ুন