মাউশির নতুন মহাপরিচালক মাহবুবুর রহমান
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।
চলতি দায়িত্বে মাহবুবুর রহমানকে এই নিয়োগ দিয়ে রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
বর্তমান মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানের চাকরির মেয়াদ শেষ হয় গতকাল শনিবার (৬ জানুয়ারি)।
নিয়োগের আদেশে বলা হয়, এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। এই দায়িত্ব দেয়ার কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।
গত বছরের ১৭ এপ্রিল ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও সমাজবিজ্ঞানের অধ্যাপক মাহবুবুর রহমানকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছিল।
আরএমএম/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ২ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৩ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৪ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব