অনশন প্রত্যাহার ঘোষণা দিয়েই ঢলে পড়েন শিক্ষক নেতা ডলার
আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের পর নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায়কে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে স্লোগানের নের্তৃত্ব দিচ্ছেলেন তারা। শুক্রবার বিকেলে অনশন ভাঙার ঘোষণা দেয়ার পরপরই অসুস্থ হয়ে ঢলে পড়েন শিক্ষক নেতা ডলার। অপরদিকে সকাল থেকেই অসুস্থ অবস্থায় প্রেসক্লাবের সামনেই ছিলেন অপর শিক্ষক নেতা বিনয় ভূষণ রায়।
পটুয়াখালীর শিক্ষক কিশোর কুমার মোবাইল ফোনে জাগো নিউজকে জানান, শুক্রবার জুমার নামাজের পর প্রেসক্লাবে আসেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান।
তিনি জানান, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপরই আমরণ অনশন কর্মসূচি ভাঙার ঘোষণা দেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলার। এসময় অসুস্থ হয়ে ঢলে পড়েন তিনি।
পরে পুলিশের সহযোগিতায় শিক্ষক নেতা গোলাম মাহামুদুন্নবী ডলার ও বিনয় ভূষণ রায়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
জেইউ/জেডএ/এসএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ লটারি নয়, পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- ২ জবির ভর্তি পরীক্ষা শুরু ৩১ জানুয়ারি, থাকছে না ‘সেকেন্ড টাইম’
- ৩ তৃতীয় শ্রেণির ‘গ্লানি থেকে মুক্তি’ চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা
- ৪ ডিগ্রি পরীক্ষায় ৩০ মিনিট বেশি লিখতে পারবেন শিক্ষার্থীরা
- ৫ সরকারি স্কুলে ভর্তি আবেদনে হিড়িক, বেসরকারিতে আগ্রহ কম