জানুয়ারির শেষের দিকে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি
চলতি মাসের শেষের দিকে ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। চিকিৎসক নিয়োগ দিতে এটি বিশেষ বিবিএস হবে বলে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) থেকে জানা গেছে।
বিপিএসসি সূত্র জানায়, ৩৯তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হবে। এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে আইনের কিছু সংশোধন করতে হবে। তাই প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিপিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জাগো নিউজকে বলেন, ‘৩৯তম বিসিএসের বিষয়টি সচিব কমিটিতে গিয়েছে। সেখান থেকে হয়ত দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজ আমাদের কাছে আসবে। সেটি হলেই আমরা এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।’ এই মাসের শেষের দিকে ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, শুধু ডাক্তার নয়, দেশে ভালো শিক্ষক সংকট রয়েছে। তাই বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রয়োজন। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা দিতে হবে। তবেই বিপিএসসির পক্ষে বিশেষ পরীক্ষার আয়োজন করে যোগ্য বক্তিদের নিয়োগে সুপারিশ করা সম্ভব হবে।
বিপিএসসি সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ৩৮তম প্রিলিমিনারির ফলাফল তৈরির কাজ আগামী সপ্তাহে শুরু হতে পারে। এ ক্ষেত্রে ফেব্রুয়ারিতে এই বিসিএসের ফলাফল প্রকাশ হতে পারে।
পিএসসিসর ওই সূত্র আরও জানায়, ৩৮ ও ৩৯তম বিসিএসের পাশাপাশি ৩৬তম বিসিএসের নন-ক্যাডারদের নিয়োগ ও ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেয়ার কাজ করছে পিএসসি। সব মিলে চারটি বিসিএস নিয়ে কাজ করছে বিপিএসসি।
এমএইচএম/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন