ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

‘অনশনে আমার মৃত্যু হলেও তোমরা কেঁদো না’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৫ এএম, ৩১ ডিসেম্বর ২০১৭

টানা পাঁচদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার পর আজ (রোবাবার) সকাল থেকে আমরণ অনশনে নেমেছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষকদের দাবি, শিক্ষকতা করে পরিবার চালাতে পারছেন না তারা। যুগের পর যুগ কেটে গেলও তাদের বেতন ছাড়াই চাকরি করতে হচ্ছে। এ কারণে পরিবারের কাছে শেষ বিদায় নিয়ে আমরণ অনশনে নেমেছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ শিক্ষক-কর্মচারী।

লালমনিরহাটের পাটগ্রামের প্রণবচাঁদ ভুদরিয়া কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ রায়। তিনি বলেন, ‘দীর্ঘ ১২ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করছি। পরিবারে আমার মা-বাবা, স্ত্রী ও ১২ বছরের একটি সন্তান রয়েছে। পরিবারের মৌলিক চাহিদা মেটাতে পারি না। সন্তানকে ভালো খাবার কিনে দিতে পারি না। তাই ছেলেকে রেখে ঢাকায় এসে আন্দোলনে যুক্ত হয়েছি।’

strike1.jpg

‘আমার ছেলে ফোন দিয়ে কেঁদে কেঁদে বলে বাবা তুমি বাড়ি ফিরে আসো। সন্তানের কান্না দেখে আমিও তার সঙ্গে কেঁদে বলি বাবা আমি আসবো। তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো। আর যদি ফিরে আসতে না পারি তবে তুমি কিন্তু কান্না করো না’ বলে এই শিক্ষক বাবা কান্নায় ভেঙে পড়েন।

এ শিক্ষক আরও বলেন, ‘টানা পাঁচদিন রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করেছি। আজ থেকে আমরণ অনশন শুরু করেছি। এতে যদি আমার মৃত্যু হয় হবে, তবুও দাবি আদায় ছাড়া বাড়ি ফিরে যেতে পারবো না।’

strike1.jpg

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘টানা পাঁচদিন আন্দোলন চালিয়ে গেলেও আমাদের দিকে কেউ মুখ তুলে দেখছে না। শিক্ষক-কর্মচারীরা নিজেদের অধিকার আদায়ে টানা পাঁচদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার পরও আমাদের দাবি আদায় হয়নি। তাই আজ থেকে আমরা আমরণ অনশন পালন করতে বাধ্য হয়েছি।’

শিক্ষকদের আন্দোলন ছেড়ে শিক্ষামন্ত্রীর বাড়ি ফিরে যাওয়ার আহ্বানের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের বাড়ি গিয়ে খেয়ে বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু বাড়ি গিয়ে আমরা খাবো কী? পরিবার চলবে কীভাবে? তাই বাধ্য হয়ে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে আমরণ আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’

উল্লেখ্য, গত পাঁচদিন ধরে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। গত মঙ্গলবার থেকে খোলা আকাশের নিচে শীত আর মশার যন্ত্রণাকে উপেক্ষা করে শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এমএইচএম/বিএ/এমএস

আরও পড়ুন