ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তিপরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের হার শতকরা ৯ দশমিক ৫৫। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ভর্তি অফিসে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই ফলাফল প্রকাশ করেন।
গত শুক্রবার অনুষ্ঠিত ভর্তিপরীক্ষায় ৪০ হাজার ৫৬৪ জন অংশ নেন। ভর্তি পরীক্ষায় এবার পাস করেছে মাত্র তিন হাজার ৮৭৪ জন শিক্ষার্থী। নিয়ম বহির্ভুত উত্তরপত্র ও ত্রুটিপূর্ণ সেটের কারনে ১ হাজার ৪১১টি উত্তরপত্র বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বছর ‘খ’ ইউনিটে আবেদনের যোগ্যতা ছিল দুই লাখ ২২ হাজার ৯৬০ জন শিক্ষার্থীর। দুই হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪২ হাজার ৪১৭ জন। আসন প্রতি লড়ে জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১৮।
সর্বশেষ - শিক্ষা
- ১ গ্রুপিং-দ্বন্দ্বে টালমাটাল ডিআইএ, ঘুস বাণিজ্যে ইমেজ সংকট
- ২ মোল্লা কলেজের সঙ্গে কোনো ঝামেলা নেই, উসকানি দিয়েছে ‘ইউসিবি’
- ৩ সোহরাওয়ার্দী কলেজের একাদশ-দ্বাদশের পরীক্ষা স্থগিত
- ৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থাকছে কি না, জানা যাবে বুধবার
- ৫ হামলা-ভাঙচুরের ঘটনায় ক্ষতি ৭০ কোটি টাকা, মামলা করবে মোল্লা কলেজ