কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার এ সংবর্ধনার আয়োজন করা হয়। আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতরের (আইএসপিআরে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয় ২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর ও বিভিন্ন আন্তঃবাহিনী সংস্থায় কর্মরত বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের শুক্রবার ঢাকা সেনানিবাসের শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের মহাপরিচালক ইলিয়াস হোসেন মোল্লা এবং বাহিনী সদর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে নিয়োজিত সব বেসামরিক কর্মকর্তা-কর্মচারী ও কৃতী ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রিলি ও লিখিত পরীক্ষার মাঝে ৩ মাস সময় চান প্রার্থীরা
- ২ সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
- ৩ সাত কলেজের স্বতন্ত্র পরিচয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি হচ্ছে
- ৪ সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত
- ৫ বিশ্ববিদ্যালয় করা সম্ভব কি না, যাচাইয়ে সাতদিনের মধ্যে কমিটি