ঢাবির প্রশ্ন ফাঁসে রাবি ছাত্রসহ আটক ১০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে প্রেস কর্মচারী, নাটোরের ক্রীড়া কর্মকর্তা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ ১০ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে জানান সিআইডি’র এএসপি (মিডিয়া) শারমিন জাহান।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তাদের আটক করা হয়েছে তা জানাননি শারমিন জাহান। আটককৃততের পরিচয়ও এখন নিশ্চিত হওয়া যায়নি। আজ বৃহস্পতিবার এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান শারমিন জাহান।
জেইউ/এআরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে