জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত গবেষকদের ওরিয়েন্টেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস এমএএ, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত ও ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী/গবেষকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অ্যাকাডেমিক ভবনের সিনেট হলে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর। তিনি এমএএস, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থী/ গবেষকদের স্বাগত ও অভিনন্দন জানান।
প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর মো. নোমান উর রশীদ, চ্যান্সেলর প্রফেসর ড. মো. আসলাম ভুঁইয়া।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে এমএএস, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে শতাধিক শিক্ষার্থী/ গবেষককে ভর্তির জন্য মনোনীত করা হয়। ইতিমধ্যে ৮৩ জন শিক্ষার্থী/গবেষক ভর্তি সম্পন্ন করেছেন। এমবিএ এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে এ ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এ দুটি কোর্সে ভর্তি কার্যক্রম সম্পন্ন হলে শিক্ষার্থী/ গবেষক এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে ভর্তিকৃত গবেষক, বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. আমিনুল ইসলাম/এসএস/আরআই
সর্বশেষ - শিক্ষা
- ১ সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা
- ২ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি
- ৩ দুই ঘণ্টা পর সড়ক ছাড়লেন রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থীরা
- ৪ লটারি নয়, পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- ৫ জবির ভর্তি পরীক্ষা শুরু ৩১ জানুয়ারি, থাকছে না ‘সেকেন্ড টাইম’