একাদশে ভর্তি : দ্বিতীয় দফায় ফল প্রকাশ আজ
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় দফায় ফল প্রকাশ হতে যাচ্ছে আজ সোমবার। ভর্তি শুরু হবে মঙ্গলবার ও বুধবার। রোববার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছিলেন। ওই সময় শিক্ষাসচিব নজরুল ইসলাম খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দিকে, প্রথমবার আবেদন করলেও পছন্দের কলেজগুলোতে আসন সংকটের কারণে যাদের মেধাতালিকায় রাখা যায়নি, ওই সব কলেজের শূন্য তালিকায় তাদের সুযোগ দিয়ে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হচ্ছে।
এর আগে, চার দফা পেছানোর পর অবশেষে একাদশে শ্রেণিতে ভর্তির জন্য প্রায় ১১ লাখ শিক্ষার্থীর প্রথম তালিকা গত ২৮ জুন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
এসকেডি/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ তৃতীয় শ্রেণির ‘গ্লানি থেকে মুক্তি’ চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা
- ২ ডিগ্রি পরীক্ষায় ৩০ মিনিট বেশি লিখতে পারবেন শিক্ষার্থীরা
- ৩ সরকারি স্কুলে ভর্তি আবেদনে হিড়িক, বেসরকারিতে আগ্রহ কম
- ৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও চালু হচ্ছে ভর্তি পরীক্ষা
- ৫ বাচ্চারা গুলি খেয়ে বিপ্লব করলো, মুরুব্বিরা পদ ভাগাভাগিতে ব্যস্ত