ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

ভিকারুননিসা নূন স্কুলকে ভর্তি নিয়ে লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ০৬:৫১ এএম, ০১ জুলাই ২০১৫

আন্তঃশিক্ষা বোর্ড বাইরের স্কুল থেকে পাস করা ৪১ জন ছাত্রীকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে (বাংলামাধ্যম) ভর্তির জন্য মনোনীত করেছে। কিন্তু নিজ স্কুলের ছাত্রী ছাড়া বাইরের স্কুল থেকে কোনো ছাত্রী ভর্তির সুযোগ নেই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে।

তাই আন্তঃশিক্ষা বোর্ডের এ সিদ্ধান্ত অবৈধ উল্লেখ করে তা ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে রিট আবেদন করা হবে বলে নোটিশে বলা হয়েছে।

শিক্ষাসচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যানকে মঙ্গলবার এ নোটিশ পাঠানো হয়।

বহিরাগত ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে গত ৬ জুন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. সুফিয়া খাতুন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, `এই প্রতিষ্ঠানের ছাত্রীদের ভর্তির পর কেবল শূন্য আসনে বহিরাগত ছাত্রীরা ভর্তির সুযোগ পাবেন।` এই নোটিশে যোগ্যতার ঘরে বলা হয়, `বিজ্ঞান বিভাগে (বাংলামাধ্যম) ভর্তির কোনো সুযোগ নেই।` কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে (বাংলামাধ্যম) ভর্তির যে তালিকা দেওয়া হয়েছে তাতে এক নম্বর থেকে ৪১ নম্বর পর্যন্ত বাইরের স্কুল থেকে পাস করা ছাত্রীদের নাম রয়েছে।

এআরএস/এমএস