ইউনেস্কোর বিদায়ী মহাপরিচালকের সঙ্গে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দফতরে সংস্থাটির বিদায়ী মহাপরিচালক ইরিনা বোকোভার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী বাংলাদেশের প্রতি তার ধারাবাহিক সমর্থন ও সহযোগিতা, বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মেমোরি অব্ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ইরিনা বোকোভার অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা ও ধন্যবাদ পৌঁছে দেন।
মিজ বোকোভা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তাৎপর্যপূর্ণ অবস্থানে নিয়ে আসার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর চমৎকার নেতৃত্বের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ইউনেস্কোর ৩৯তম সাধারণ সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
এমএইচএম/জেডএ/বিএ