জেএসসি-জেডিসিতে ৯৯ পরীক্ষার্থী, ৪ শিক্ষক বহিষ্কার
জেএসসি-জেডিসির পঞ্চম দিনের পরীক্ষায় বহিষ্কারের সংখ্যা বিগত দিনের রেকর্ড ছাড়িয়ে গেছে। সোমবার ইংরেজি-দ্বিতীয়পত্র পরীক্ষায় সারাদেশে ৯৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অসাধুপন্থা অবলম্বনে কুমিল্লা বোর্ডে চার শিক্ষককেও বহিষ্কার করা হয়েছে। অার পরীক্ষায় ৬২ হাজারেরও বেশি পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং বিভাগ থেকে সোমবার এসব তথ্য জানানো হয়েছে।
সোমবার জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) ইংরেজি দ্বিতীয়পত্র এবং ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় সবকয়টি বোর্ডে মোট ২৩ লাখ ৯০ হাজার ১৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও ৬২ হাজার ২৫৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
জানা গেছে, জেএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৮৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে সোমবার পরীক্ষায় অংশ নিয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৬৯০ জন। আর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৮৫৫ জন। এর মধ্যে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ঢাকা বোর্ডে বহিষ্কার হয়েছে ৩৮ জন শিক্ষার্থী।
রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪০ হাজার ৩১৭ জন। সোমবার পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৩৫ হাজার ৭৮৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৫৩৫ জন। বহিষ্কার হয়েছে ৩ জন শিক্ষার্থী।
কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪১ হাজার ৪২৭ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৩৭ হাজার ২৩৩ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৯৪ জন। বহিষ্কার হয়েছে ১৮ জন শিক্ষার্থী। এছাড়াও অসাধু কাজের জন্য ৪ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ২০ হাজার ৪৮০ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ১৫ হাজার ৩২১ জন। অনুপস্থিত ছিল ৫ হাজার ১৫৯ জন শিক্ষার্থী। একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৯ হাজার ৩০৯ জন। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ১৩৭ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ১৭২ জন। বহিষ্কার হয়েছে ৩ জন পরীক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৫ হাজার ২১২ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩২ হাজার ৫১৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থী।
বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লাখ ২১ হাজার ৯৪ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৪৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৪৪৮ জন। এ বোর্ডে বহিষ্কার হয়েছে ১৩ জন পরীক্ষার্থী।
দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৮ হাজার ৪৬৭ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ২৫ হাজার ১৪৫ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ২২২ জন। বহিষ্কার হয়েছে ৫ জন।
আর মাদরাসায় জেডিসিতে মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬৬ হাজার ৯৭২ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৮৯৯ জন। এই বোর্ডে অনুপস্থিত ছিলেন ২১ হাজার ৭০ জন। বহিষ্কার হয়েছে ২১ জন পরীক্ষার্থী।
উল্লেখ্য, এবারও বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে নেয়া হবে। এবছর থেকে নিয়মিত শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে না। তিন বিষয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করতে নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৮ নভেম্বর শেষ হবে এই পরীক্ষা।
এমএইচএম/জেডএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা