ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

চলতি সপ্তাহে ১৪তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২২ অক্টোবর ২০১৭

চলতি সপ্তাহেই ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির ফল প্রকাশ করা হবে। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনটিআরসিএ সূত্র জানায়, আগামী মঙ্গলবার অথবা বুধবার শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে আজ (রোববার) এনটিআরসিএ চেয়ারম্যান এ এম এম আজহার জাগো নিউজকে বলেন, ‘চলতি সপ্তাহে ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির ফল প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশের কার্যক্রম শেষ হয়েছে। খুব শিগগিরই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’

তথ্যমতে, গত ৬ জুন ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ১০ জুলাই। এরপর ২৫ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রায় ১০ লাখ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে আট লাখ সাত হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ৯ ডিসেম্বর।

এমএইচএম/বিএ/জেআইএম

আরও পড়ুন