সাত সকালেই কেন্দ্রে ছুটে আসছেন পরীক্ষার্থীরা
পরীক্ষা শুরুর নির্ধারিত সময় ১০টা হলেও কাকডাকা ভোর থেকে মেডিকেলে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে হাজির হচ্ছেন।
রাস্তাঘাটের যানজটে পড়ে পাছে বিলম্ব হয় এ কারণে কোনো ঝুঁকি এড়াতে কয়েক ঘন্টা আগেই তারা হাজির হয়েছেন বলে জানান।
আজ (শুক্রবার) সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে গিয়ে দেখা যায় অপারেজেয় বাংলার পাদদেশে ও সামনের বটগাছের নীচে বেশ কিছু সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী বসে আছেন।
ছেলেমেয়েকে পাশে বসিয়ে নোট খাতা রিভিশন দেওয়াচ্ছেন। কেউ কেউ টানানো সাইনবোর্ডে সিট প্ল্যান দেখে কোন হলে সিট পড়েছে তা দেখে নিচ্ছেন।
মিরপুরের বাসিন্দা রবিন খান ছেলেকে নিয়ে ৬টায় বের হন। তিনি বলেন, পথে যানজট এড়াতে তিনঘন্টা আগেই চলে এসেছেন।
উল্লেখ্য, আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষায় ৮২ হাজার ৮৫৬ জন অংশগ্রহন করবেন। সরকারি ২০ মেডিকেল কলেজের ৩৪ টিকেন্দ্রের সহস্রাধিক হলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমইউ/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ‘সংঘর্ষ এড়াতে’ সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজ কর্তৃপক্ষের
- ২ প্রিলি ও লিখিত পরীক্ষার মাঝে ৩ মাস সময় চান প্রার্থীরা
- ৩ সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
- ৪ সাত কলেজের স্বতন্ত্র পরিচয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি হচ্ছে
- ৫ সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত