চিকিৎসক নিয়োগে আসছে বিশেষ বিসিএস
৩৯তম বিসিএসে ৪ হাজার ৭৯২জন চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এই বিসিএস পরীক্ষা হবে বিশেষ। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে বিষয়টি জানা গেছে।
সূত্র জানায়, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জেন্ট নিয়োগ দেয়া হবে। অর্থাৎ সব মিলে ৪ হাজার ৭৯২জন চিকিৎসক নেয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জাগো নিউজকে বলেন, ৩৯তম বিসিএস হবে বিশেষ। চিকিৎসক নিয়োগের জন্য এই বিশেষ পরীক্ষার আয়োজন করা হবে।
তিনি বলেন, ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিষয়ে আলোচনা হচ্ছে। আগামী বছরের প্রথম দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
এমএইচএম/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের
- ২ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৩ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৪ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৫ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ