বেসরকারি শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতা প্রদান
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের (এমপিও) অর্থ ব্যাংকে জমা হয়েছে। মঙ্গলবার এ চেক ব্যাংকে পাঠানো হয়েছে বলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে।
মাউশির অর্থ শাখার উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকী জাগো নিউজকে বলেন, এমপিওভূক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার আটটি চেক জমা দেয়া হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে শিক্ষক-কর্মচারীরা তাদের স্ব স্ব আ্যাকাউন্ট থেকে বেতন-ভাতা তুলতে পারবেন।
এমএইচএম/এএইচ/আইআই
সর্বশেষ - শিক্ষা
- ১ কেন পড়বেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি
- ২ ‘ওএসডি’ নয়, অবসরে যাচ্ছেন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার
- ৩ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৫ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল