বেসরকারি শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতা প্রদান
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের (এমপিও) অর্থ ব্যাংকে জমা হয়েছে। মঙ্গলবার এ চেক ব্যাংকে পাঠানো হয়েছে বলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে।
মাউশির অর্থ শাখার উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকী জাগো নিউজকে বলেন, এমপিওভূক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার আটটি চেক জমা দেয়া হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে শিক্ষক-কর্মচারীরা তাদের স্ব স্ব আ্যাকাউন্ট থেকে বেতন-ভাতা তুলতে পারবেন।
এমএইচএম/এএইচ/আইআই
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ২ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৩ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৪ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব