সাম্প্রদায়িক চেতনা জাতিকে সমৃদ্ধ করে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের হাজার বছরের ঐতিহ্য। এ ঐতিহ্য বাংলাদেশের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করছে। যেকোনো পরিস্থিতিতে বৈচিত্র্যময় এ ধর্মীয় সম্প্রীতিকে ধরে রাখতে হবে।
সোমবার কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের সবার ভেতরের অশুভ অসুরত্বকে দূর করতে হবে।
মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ সব দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীকে বিজয়ার শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, এ কে এম জাকির হোসেন ভূঁইয়া, রওনক মাহমুদ, যুগ্ম সচিব মো. সফিউদ্দিন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সায়েফ উল্যা, উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী প্রমুখ বক্তব্য রাখেন।
নাহিদ বলেন, এ দেশের কারিগরি শিক্ষা অবহেলার স্তর পেরিয়ে উন্নয়নের স্তরে এগিয়ে চলেছে। কারিগরি শিক্ষা এখন সরকারের অগ্রাধিকারের অগ্রাধিকার খাত। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রযুক্তি-জ্ঞান অর্জন করতে হবে।
তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জাতীয় উন্নয়নে অবদান রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, অধীনস্থ দফতরসমূহের প্রধানরা উপস্থিত ছিলেন।
এমএইচএম/এমএআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্ররাজনীতি মুক্ত খুবিতে শুরু হচ্ছে ভর্তির আবেদন
- ২ আন্দোলনের মুখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি শেখায় উদাসীন: উপাচার্য
- ৪ ন্যাশনাল বায়োটেকনোলজি থিসিস প্রতিযোগিতায় বিজয়ী চবি
- ৫ গুচ্ছ ভর্তি নিয়ে রাতে ভিসিদের বৈঠক, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত