ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষা ৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৪ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষা ৪ অক্টোবর শুরু হবে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত পরীক্ষা চলবে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যায় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক, ব্যবহারিক ও মাঠকর্ম পরীক্ষা পুরাতন সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র তালিকা, পরীক্ষা গ্রহণ, ডাটা-এন্ট্রি ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nubd.info/mf পাওয়া যাবে।

এমএইচএম/একে/আইআই