জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তিতে সোয়া ৫ লাখ আবেদন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্নাস ভর্তিতে প্রায় সোয়া পাঁচ লাখ আবেদন জমা পড়েছে। কাল বুধবার এ আবেদন কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। গত বছর আবেদনকারীর সংখ্যা ৫ লাখ ১২ হাজার ছিল।
জানা গেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যলয়ে অর্নাস ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়। কাল বুধবার ১২ টায় আবেদন কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্নাস কোর্সের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন জাগো নিউজকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যলয়ে অর্নাসের ৩০টি বিষয়ে প্রায় চার লাখ আসন রয়েছে। এসব আসনের ভিত্তিতে ৫ লাখ ২০ হাজার আবেদন এসেছে। কাল পর্যন্ত এ আবেদন চলবে।
তিনি বলেন, সারাদেশে সরকারি-বেসরকারি প্রায় সাতশত অর্নাস কলেজ রয়েছে। এসব কলেজে প্রায় চার লাখ আসন থাকলেও এ বছর তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর একটি সভার মাধ্যমে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে।
তিনি আরও বলেন, আবেদকারীর ফলাফলের ভিত্তিতে কলেজ নির্বাচন করা হবে। শিক্ষার্থীদের কলেজ নির্বাচন করে তিনটি মেধা তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত কলেজের নাম ও যোগ্য কোর্সের বিষয়ের বিস্তারিত মোবাইলে মেসেজ পাঠানো হবে। আগামী ১৫ অক্টোবর থেকে অর্নাসের ক্লাস কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।
এমএইচএম/ওআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রত্যন্ত অঞ্চলেও ভালো অবকাঠামো ও গ্র্যাজুয়েট শিক্ষক দিচ্ছে সরকার
- ২ ষষ্ঠ-সপ্তমের নতুন পাঠ্যবই মিলবে জানুয়ারির প্রথমদিকেই
- ৩ মাউশির ৮ আঞ্চলিক কার্যালয়ে নতুন উপ-পরিচালক
- ৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা শুরু ২ জানুয়ারি
- ৫ আওয়ামী লীগের ১২ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ‘সত্যানুসন্ধান কমিটি’