সরকারি হলো ১২ মডেল কলেজ
১২টি বেসরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারি করা হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
সরকারি হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকার মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ।
এছাড়া চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারি করা হয়েছে।
এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না বলে আদেশে উল্লেখ করা হয়েছে। যে সব উপজেলায় সরকারি কলেজ নেই সেখানে একটি করে সরকারি কলেজ স্থাপনের সিদ্ধান্ত রয়েছে সরকারের। পরিদর্শনের পর পর্যায়ক্রমে কলেজ সরকারিকরনের আদেশ জারি করছে শিক্ষা মন্ত্রণালয়।
আরএমএম/ওআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ‘সংঘর্ষ এড়াতে’ সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজ কর্তৃপক্ষের
- ২ প্রিলি ও লিখিত পরীক্ষার মাঝে ৩ মাস সময় চান প্রার্থীরা
- ৩ সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
- ৪ সাত কলেজের স্বতন্ত্র পরিচয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি হচ্ছে
- ৫ সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত